কমলগঞ্জে চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২১ তম জন্ম বার্ষিকী পালিত
- আপডেটের সময় : ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
- / ১২৯৭ টাইম ভিউ
বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ জাগরণের অগ্রদূত চারণকবি গোকুলানন্দ গীতিস্বামী’র ১২১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন- সামাজিক প্রেক্ষাপটের কারণে গুণীজনেরা বিভিন্ন সময় সমালোচিত হলেও পরবর্তীতে সত্যিই তাঁদের মূল্যায়ন হয়ে থাকে। গোকুলানন্দ গীতিস্বামী এমনই একজন গুণী ব্যক্তি। যিনি সকল সমালোচনার উর্ধ্বে থেকে অন্ধারাচ্ছন্ন সমাজকে আলোর পথ দেখিয়েছেন।
রোববার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
গোকুলানন্দ গীতিস্বামীর ১২১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রোববার মাধবপুর মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠির আয়োজনে এবং মণিপুরী ললিতকলা একাডেমির সহযোগিতায় দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এ উপলক্ষে রোববার সকালে এক বর্ণাঢ্য র্যালী, প্রয়াত গোকুলানন্দ গীতিস্বামীর স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।
দুপুরে মণিপুরী নাট্যশিল্পী গোষ্ঠির ভারপ্রাপ্ত সভাপতি চন্দ্রেশ্বর সিংহের সভাপতিত্বে ও নির্মল সিংহ পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মণিপুরি গবেষণা পরিষদের সভাপতি জিতেন্দ্র কুমার সিংহ।
আলোচনায় অংশ নেন মণিপুরী সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ, খঙচেল পত্রিকার সম্পাদক কৃষ্ণ কুমার সিংহ, শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ প্রমুখ। অনুষ্ঠান শেষে মণিপুরী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।