আপডেট

x


কমলগঞ্জে গাছ চাপায় চা শ্রমিকের মৃত্যু

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০ | ১১:১৫ অপরাহ্ণ | 264 বার

কমলগঞ্জে গাছ চাপায় চা শ্রমিকের মৃত্যু
ঘটনাস্থল

মৌলভীবাজারের কমলগঞ্জে ঘর মেরামতের জন্য গাছের খন্ডাংশ বহনকালে পা ছিটকে পড়ে গিয়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় দলাই চা বাগানের বড় লাইন শ্রমিক বস্তিতে ঘটনাটি ঘটে। সেই রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান , সীমান্তর্তী দলই চা বাগানের বড় লাইন শ্রমিক বস্তিতে ঘর মেরামতের জন্য গাছের খন্ডাংশ বহনকালে পা ছিটকে গাছের খন্ডাংশ শরীরের আঘাত করলে নিতাই পাশীর ছেলে অর্জুন পাশি (৩৮) গুরুত্বর আহত হয়। পরে বাগানের শ্রমিক ও স্বজনরা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com