মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মো: সুলতান আহমদ (৬২) রোববার দুপুর ১২.৫০মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ মাগরিব ছয়কুট জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজের জানায শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
শিক্ষক সুলতান আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অশোক বিজয় দেব কাজল, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুনেল আহমদ তরফদার, প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র পাল, শিক্ষানুরাগী সদস্য হামিদুল হক চৌধুরী (বাবর) প্রমুখ।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com