ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
আপডেট :
বাংলাদেশে কোটা আন্দোলনে হত্যার প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছে বাংলাদেশী প্রবাসীরা প্রিয়জনদের মানসিক রোগ যদি আপনজন বুঝতে না পারেন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে পর্তুগাল আওয়ামীলীগ যেকোনো প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়: দুদক সচিব শ্রীমঙ্গলে দুটি চোরাই মোটরসাইকেল সহ মিল্টন কুমার আটক পর্তুগালের অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন পর্তুগাল বিএনপি আহবায়ক কমিটির জুমে জরুরী সভা অনুষ্ঠিত হয় এমপি আনোয়ারুল আজিমকে হত্যার ঘটনায় আটক তিনজন , এতে বাংলাদেশী মানুষ জড়িত:স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকাস্থ ইরান দুতাবাসে রাইসির শোক বইয়ে মির্জা ফখরুলের স্বাক্ষর

কঙ্গনার বাড়িতে গুলি ছুঁড়লো কে? কেনো ?

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • / ৩৩০ টাইম ভিউ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগেও নানা রাজনৈতিক বিষয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করে প্রতিবাদ জানিয়ে সরব ছিলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। অনেক সমালোচনার মুখেও পড়েন তিনি। শুধু তাই নয়, অভিনেত্রীকে হুমকিও দেয়া হয়। তবে এবার আর হুমকি নয়। কঙ্গনার বাড়ির সামনে অজ্ঞাত কয়েকজন এসে গুলি ছুঁড়ে গেল। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমস। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সে রাতে কঙ্গনা মানালির বাড়িতেই অবস্থান করছিলেন।

অভিনেত্রী জানান, আট সেকেন্ডের মধ্যে দুইবার গুলির শব্দ। তিনি বলেন, তিনতলা বাড়ির বাইরে আচমকা শব্দ পাই। প্রথমে মনে করি বাজি ফাটছে। মানালিতে এখন কোনও পর্যটক নেই। তাই বাজি ফাটার কথাও নয়। তারপর আরেকটা শব্দ পাই। তখনই বুঝতে পারি এটা গুলির শব্দ। তড়িঘড়ি নিরাপত্তারক্ষীর কাছে যাই। তিনি জানান কোনও শিশু হয়তো এ কাজ করেছে। কিন্তু আমরা পাঁচজন বুঝতে পারি এটা গুলির শব্দ। নিরাপত্তারক্ষী হয়তো কোনও কারণে তা বুঝতে পারেননি। নিরাপত্তার স্বার্থে কুল্লু থানায় অভিযোগ জানানো হয়। ডিএসপি পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তার বাড়িতে যায়। তবে তাৎক্ষণিকভাবে তদন্তকারীদের সন্দেহজনক কিছুই নজরে আসেনি। শুক্রবার রাতে এলাকায় আসা বহিরাগত গাড়ির তথ্য খতিয়ে দেখছে পুলিশ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর বাড়িতে নিরাপত্তার স্বার্থে সব সময়ের জন্য পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছে রিপোর্ট। কে বা কারা অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি চালালো, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কঙ্গনার ধারণা, সুশান্তের মৃত্যুর পর সরব হওয়ায় কেউ আতঙ্ক সৃষ্টির জন্য এ কাজ করছে। এদিকে সর্বশেষ শুক্রবারও কঙ্গনা টুইটারে সরব ছিলেন। তিনি এক পোস্টে লেখেন, প্রত্যেকেই জানে, তবে কেউ নাম নিতে পারে না। তিনি করণ জোহরের প্রিয় বন্ধু, দেশের সেরা মুখ্যমন্ত্রীর ছেলে। বেবি পেঙ্গুইন বলে পরিচিত। যদি কোনওদিন আমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, জানবেন আমি আত্মহত্যা করিনি।

পোস্ট শেয়ার করুন

কঙ্গনার বাড়িতে গুলি ছুঁড়লো কে? কেনো ?

আপডেটের সময় : ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগেও নানা রাজনৈতিক বিষয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি করে প্রতিবাদ জানিয়ে সরব ছিলেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। অনেক সমালোচনার মুখেও পড়েন তিনি। শুধু তাই নয়, অভিনেত্রীকে হুমকিও দেয়া হয়। তবে এবার আর হুমকি নয়। কঙ্গনার বাড়ির সামনে অজ্ঞাত কয়েকজন এসে গুলি ছুঁড়ে গেল। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমস। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সে রাতে কঙ্গনা মানালির বাড়িতেই অবস্থান করছিলেন।

অভিনেত্রী জানান, আট সেকেন্ডের মধ্যে দুইবার গুলির শব্দ। তিনি বলেন, তিনতলা বাড়ির বাইরে আচমকা শব্দ পাই। প্রথমে মনে করি বাজি ফাটছে। মানালিতে এখন কোনও পর্যটক নেই। তাই বাজি ফাটার কথাও নয়। তারপর আরেকটা শব্দ পাই। তখনই বুঝতে পারি এটা গুলির শব্দ। তড়িঘড়ি নিরাপত্তারক্ষীর কাছে যাই। তিনি জানান কোনও শিশু হয়তো এ কাজ করেছে। কিন্তু আমরা পাঁচজন বুঝতে পারি এটা গুলির শব্দ। নিরাপত্তারক্ষী হয়তো কোনও কারণে তা বুঝতে পারেননি। নিরাপত্তার স্বার্থে কুল্লু থানায় অভিযোগ জানানো হয়। ডিএসপি পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তার বাড়িতে যায়। তবে তাৎক্ষণিকভাবে তদন্তকারীদের সন্দেহজনক কিছুই নজরে আসেনি। শুক্রবার রাতে এলাকায় আসা বহিরাগত গাড়ির তথ্য খতিয়ে দেখছে পুলিশ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর বাড়িতে নিরাপত্তার স্বার্থে সব সময়ের জন্য পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছে রিপোর্ট। কে বা কারা অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি চালালো, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কঙ্গনার ধারণা, সুশান্তের মৃত্যুর পর সরব হওয়ায় কেউ আতঙ্ক সৃষ্টির জন্য এ কাজ করছে। এদিকে সর্বশেষ শুক্রবারও কঙ্গনা টুইটারে সরব ছিলেন। তিনি এক পোস্টে লেখেন, প্রত্যেকেই জানে, তবে কেউ নাম নিতে পারে না। তিনি করণ জোহরের প্রিয় বন্ধু, দেশের সেরা মুখ্যমন্ত্রীর ছেলে। বেবি পেঙ্গুইন বলে পরিচিত। যদি কোনওদিন আমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়, জানবেন আমি আত্মহত্যা করিনি।