আপডেট

x


ওসমানীর সহকারী অধ্যাপক হলেন কুলাউড়ার ডাক্তার সাঈদ এনাম!

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ | ৬:১৪ অপরাহ্ণ | 534 বার

ওসমানীর সহকারী অধ্যাপক হলেন কুলাউড়ার ডাক্তার সাঈদ এনাম!

 

এম আর তাহরিম: স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশের ভিত্তিতে সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন বিষয়ের স্পেশালিষ্ট মোট ১৩৩৭ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২৮ নভেম্বর ২০১৯ রাষ্ট্রপতির আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসকদের এ পদোন্নতি দেয়া হয়। সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়া অন্যতম সাইকিয়াট্রি স্পেশালিষ্ট, অামাদের কুলাউড়ার কৃতিপুরুষ ডাক্তার মোহাম্মদ সাঈদ এনাম সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এসিস্ট্যান্ট প্রফেসর অব সাইকিয়াট্রি হিসেবে পদায়ন করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত সকল চিকিৎসক গত ৯ ডিসেম্বরের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করেছেন।
বিসিএস ২৪ ব্যাচের চিকিৎসক ডাক্তার সাঈদ এনাম একজন লেখক হিসেবেও সুপরিচিত। স্বাস্থ্য ও জনসচেতনতামূলক তাঁর লেখা দেশের বিভিন্ন ইংরেজি ও বাংলা জাতীয় ও অনলাইন পত্রিকায় নিয়মিত প্রকাশ হয়ে থাকে। ডাক্তার সাঈদ এনাম ২০০২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরে তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে সাইকিয়াট্রি বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি জাপান, আমেরিকা, পোলান্ড, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রিক সেমিনারে স্পিকার প্রেজেন্টার হিসেবে অংশ নিয়ে প্রসংশা কুড়িয়েছেন।



ডাক্তার এনাম ভাইয়ের বাড়ি অামাদের কুলাউড়ায়। তিনি কুলাউড়া উপজেলার প্রয়াত প্রবীণ শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব এএফএম আব্দুল মুনীম এর কনিষ্ঠ পুত্র।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com