ওসমানীনগরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৫
- আপডেটের সময় : ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ৪৩৭ টাইম ভিউ
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলাধীন পশ্চিম ব্রাহ্মণগাঁও গ্রামের কামরুজ্জামানের দুই শিশুকন্যা খাদিজা (২) ও করিমা (৪), একই গ্রামের ফজলু মিয়ার শিশুকন্যা আরিফা (১২), মৌলভীবাজার সদর উপজেলার ভাদ্র গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী হামিদা (২৮) ও ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশা চালক জুনেদ (২৮)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুরে এ দুর্ঘটনা ঘটে।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাদীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস গোয়ালাবার থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ দুজন মারা যান। অবস্থায় আহত ৬ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ২ জন মারা যান। আহত অন্য ৪ জনের অবস্থাও আশংকাজনক।
ওসি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।
তবে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূঁইয়া বলেছেন, মৃতের সংখ্যা আরোও বাড়তে পারে।#