ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে কুয়েতস্হ বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা
- আপডেটের সময় : ১১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
- / ১৬৪৬ টাইম ভিউ
নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েত এক আলোচনা সভা আয়োজন করা হয় । দূতালয় প্রধান কাউন্সিলর(পোল)মো:আনিসুজামান এইচ.ও.সি এর সাবলিল উপস্হাপনায় ফরিদ উদ্দিনের কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয় । বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় ৬:০৫ ঘটিকার সময় ৬:১০ মিনিটের সময় বানী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্ধ । ৬:৩০ মিনিটের সময় দিবসের উপর আলোচনায় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবন্দ এবং ৭ ঘটিকার সময় মান্যবর রাষ্টদৃ একে এম আবুলকালাম উনার বক্তব্য বলেন সব শ্রেণি-পেশার মানুষ ভীড় জমিয়েছিলে রমনার রেসকোর্স ময়দান, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে। কবি নির্মলেন্দু গুণ মানুষের সেই সমাবেশ চিত্রিত করেছেন এভাবে, ‘কপালে কব্জিতে লালসালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল/ কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে/ এসেছিল ঝাঁক বেঁধে কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে/ এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে/ এসেছিল মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, করুণ কেরানী, নারী, বৃদ্ধ…।’ বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ইতিহাসের অনন্য ভাষণটি দেন। মাত্র উনিশ মিনিটের ওই ভাষণে তিনি গোটা বাঙালির প্রাণের সমস্ত আকুতি ঢেলে দিলেন। তা ছিল, অধিকার-বঞ্চিত বাঙালির শত হাজার বছরের আশা-আকাঙ্ক্ষা এবং স্বপ্নের উচ্চারণে সমৃদ্ধ।
তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ৭ মার্চ এক অত্যুজ্জ্বল মাইলফলক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদিন তাঁর সর্বশেষ কর্মসূচি ঘোষণা করবেন এটা ১ মার্চ জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত করার পরই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। যার কারণে ৭ মার্চ রেসকোর্সের জনসভার জন্য সমগ্র পাকিস্তানের সব মানুষ উৎকণ্ঠিত চিত্তে অপেক্ষা করছিলেন। যদিও ৩ মার্চ পল্টন ময়দানে শ্রমিক লীগ ও ছাত্রলীগ আয়োজিত সভায় বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। রাস্ট্রদূত কুয়েতে অবস্হানরত প্রবাসী বাংলাদেশীদের বলেন স্হানীয় আইন মেনে চলাফেরা সহ কাজকর্ম করে দেশের ভাবমূর্তি উজ্জল করবেন ।