রাজধানীর বাড্ডায় আফতাবনগরের এসি বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে স্বপ্নিল আহমেদ পিয়াস (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন নান্নুর ছেলে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পিয়াস সম্প্রতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। তার বাবা মোয়াজ্জেম হোসেন নান্নু দৈনিক যুগান্তরের সাবেক রিপোর্টার এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সেক্রেটারি। বর্তমানে তিনি গ্লোবাল টিভিতে কর্মরত আছেন।
পিয়াসের খালা সুমাইয়া রহমান জানান, বাড্ডার আফতাবনগরে ১০তলা একটি ভবনের ১০ম তলায় থাকতেন পিয়াসরা। আজ সকালে পিয়াস একাই ঘরে ছিলেন। ভোর ৬টার দিকে ঘরে এসি বিস্ফোরণে আগুন লাগে। পরে সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিয়াসের বাবাও আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান সুমাইয়া রহমান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com