আপডেট

x


এমাদুল মান্নান তারহাম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কানিহাটি প্রগতি সংঘ চ্যাম্পিয়ন ।

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯ | ১১:২২ অপরাহ্ণ | 545 বার

এমাদুল মান্নান তারহাম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কানিহাটি প্রগতি সংঘ চ্যাম্পিয়ন ।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর সোসাইটি কুলাউড়ার আয়োজনে ফুটবল ট্রেনিং ক্যাম্প গঠনের লক্ষে ”এমাদুল মান্নান তারহাম গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে”র ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।



আজ ১১ সেপ্টেম্বর বুধবার বিকেলে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত ফাইনেল খেলায় হাজীপুর ইউপি সাবেক মেম্বার নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ ফজলুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান এ.কে.এম সফি আহমদ সলমান, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাচিত বাচ্চু, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়েরে প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, বালাগঞ্জ ডি এন সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলজার আহমদ চৌধুরী, খেলা পরিচালনা কমিটির সভাপতি কবির আহমদ চৌধুরী হারুন, হাজীপুর সোসাইটি কুলাউড়ার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, জুড়ী বোর্ডের সদস্য লোকমান আহমদ চৌধুরী, মফজ্জিল হোসেন নাচু, সৈয়দ রোমান আহমদ চৌধুরী, আব্দুর রহমান বাবু প্রমুখ।

ফাইনাল খেলায় কটারকোণা খেলোয়াড় কল্যান সমিতি বনাম কানিহাটি প্রগতি সংঘের মধ্যে খেলায় নির্ধারীত সময় গোলশূন্য ভাবে শেষ হলে ট্রাইব্রেকারে ৪-৩ কটারকোণা খেলোয়াড় কল্যান সমিতি পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কানিহাটি প্রগতি সংঘ।

খেলা শেষে প্রধান অতিথি এ কে সফি আহমদ সলমান বিজয়ী দলের হাতে পুরস্কার তুরে দেন। তিনি অনুসরণযোগ্য এমন আয়োজনের জন্য হাজীপুর সোসাইটি কুলাউড়া ও খেলা পরিচালনা কমিটির সবাইকে আন্তরিক মোবারকবাদ জানান।এবং মাঠের পাশ্বে খাল ভরাট করে সিড়িঁ করার আস্বাস দেন।

 

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com