আপডেট

x


এবার হজ্জ্ব করবেন ১ হাজারেরও কম মুসল্লি

মঙ্গলবার, ২৩ জুন ২০২০ | ১০:২৮ অপরাহ্ণ | 256 বার

এবার হজ্জ্ব করবেন ১ হাজারেরও কম মুসল্লি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র হজ। তবে প্রতি বছর যেখানে এ হজে বিশ্বজুড়ে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়ে থাকেন, সেখানে এ বছর করোনার সংক্রমণ ঠেকাতে এক হাজারেরও কম মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়েছিলো, করোনা পরিস্থিতির কারণে বাইরের দেশ থেকে হজ করতে যাবার সুযোগ বাতিল করা হচ্ছে এবার। হজের সুযোগ পাবে শুধু সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা।



বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পাঠানো এক বিবৃতি থেকে জানা যাচ্ছে, সৌদি আরবের বাসিন্দাদের জন্যও যে হজ করার সুযোগ খুব একটা উম্মুক্ত থাকছে তা নয়।

বিবৃতিটিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে টেলিফোন করে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন।

যে এক হাজারেরও কম মানুষের অংশ নেবার সুযোগ হবে মুসলমানদের বার্ষিক এই বৃহত্তম সম্মেলনে, সেখানে বিদেশ থেকে অল্প কয়েকজনকে প্রতীকি হিসেবেও অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।

তবে কিভাবে এই অংশগ্রহনকারীদের বাছাই করা হবে তা নিয়ে এখনো কোন ঘোষণা আসেনি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৪ জন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৬ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯ হাজার ৮৮৫ জন।

যে এক হাজারেরও কম মানুষের অংশ নেবার সুযোগ হবে মুসলমানদের বার্ষিক এই বৃহত্তম সম্মেলনে, সেখানে বিদেশ থেকে অল্প কয়েকজনকে প্রতীকি হিসেবেও অংশ নেয়ার সুযোগ দেয়া হবে।

তবে কিভাবে এই অংশগ্রহনকারীদের বাছাই করা হবে তা নিয়ে এখনো কোন ঘোষণা আসেনি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সৌদি আরবে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৪ হাজার ১৪৪ জন মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৬ জনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯ হাজার ৮৮৫ জন।

বর্তমানে বিশ্বের করোনা আক্রান্ত দেশ সমূহের তালিকায় শীর্ষ ১৫’তে অবস্থান করছে দেশটি।

সূত্র: বিবিসি#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com