আপডেট

x


এবার গোটা দেশের রাস্তার মাঝের সব খুটি সরাতে আদালতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন

বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১১:৫২ অপরাহ্ণ | 716 বার

এবার গোটা দেশের রাস্তার মাঝের সব খুটি সরাতে আদালতে যাচ্ছেন ব্যারিস্টার সুমন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্নসময় জনসচেতনামুলক ভিডিও ও ফেসবুক লাইভ করে আসছেন হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সায়েদুর হক সুমন। যা বেশিরভাগ সময় ভাইরাল হতে দেখা যায় এবং সমস্যা সমাধানে এগিয়ে আসে কর্তৃপক্ষ।

গত শনিবার তিনি তাঁর ফেসবুক লাইভে এসে বলেন, মহসড়কের মাঝখানের মহাসড়কের প্রায় দশ ইঞ্চি ভেতরে একটি বিদ্যুতের খুঁটি ‘বীরদর্পে’ দাঁড়িয়ে আছে যা যেকারও মৃত্যুর কারণ হতে পারে। সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং বাংলাদেশ টুডে মহাসড়কের মাঝেই বিদ্যুতের খুঁটিটি ‘বীরদর্পে’ দাঁড়িয়ে আছে! শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে ৩ বছর ধরে মহাসড়কের মাঝের বিদ্যুতের খুঁটিটি ১২ ঘন্টা না পেরুতেই অপসারন করে রাস্তা থেকে দূরে সরানো হয়।



তার করা এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সাড়া পড়েছে। এবার বাংলাদের সকল রাস্তায় থাকা খুটির বিরুদ্ধে আদালতে যাচ্ছেন আলোচিত ব্যারিষ্টার সুমন।

তিনি তার ব্যাক্তিগত ফেসবুক পেজে এ ঘোষনা দেন। তিনি লিখেন-

সারা দেশে বিভিন্ন রাস্তায় চলাচলে বাধা প্রদান করে এমন বৈদ্যুতিক খুঁটি অপসারণে মহামান্য হাইকোর্টে জ্বনস্বার্থে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি।সব কিছু ঠিক থাকলে কাল মামলাটি কোর্টে উঠবে।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com