ছয়ফুল আলম সাইফুলঃ মৌলভীবাজারের কুলাউড়ায় একের পর এক বিপত্তিতে বারবার আটকা পড়ছে ট্রেন। রোববার সন্ধ্যায় কুলাউড়ায় মনু স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস।
জানা যায়, রোববার সন্ধ্যা ৬ টায় কুলাউড়ার মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেলপথ দিয়ে হেঁটে যাওয়া একটি গরুর সাথে ধাক্কা লাগে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসের। এতে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে যায়। ফলে মনু স্টেশন এলাকায় আটকা পড়ে ট্রেনটি।
সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পর ট্রেনটি মনু স্টেশন থেকে কুলাউড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে ট্রেন যোগাযোগ। বিপাকে পড়েন ট্রেনটির যাত্রীরা।
কুলাউড়া রেলওয়ে ঊর্ধ্বতন সহকারি প্রকৌশলী (পথ) জুয়েল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কিছু জানেন না বলে জানান।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com