এবার করোনায় আক্রান্ত হলেন প্রণব মুখার্জী

- আপডেটের সময় : ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ৭৫০ টাইম ভিউ
ভারতের সাবেক বাঙালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে এক টুইটার বার্তায় তিনি নিজেই এ খবর জানিয়েছেন।
টুইটারে জানান, আমি অন্য চিকিৎসার জন্য আজ হাসপাতালে গিয়েছিলাম। তখন আমার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। ফলাফল পজিটিভ এসেছে।যারা আমার সংস্পর্শে ছিলেন তাদের সবাইকে আমি আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছি। এছাড়া পরীক্ষা করারও অনুরোধ করছি।
সূত্র- হিন্দুস্তান টাইমস#