দেশদিগন্ত নিউজ ডেস্ক: ১৩তম শিক্ষক নিবন্ধনে সহকারী শিক্ষক হিন্দু ধর্ম শিক্ষায় নিবন্ধিত। তার রোল নম্বর 31504020। সম্মিলিত জাতীয় মেধা তালিকায় তার মেরিট ১৬৩ এবং সিরিয়াল ২০২।
টুম্পা রানি ১৪টি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেন। তার প্রথম পছন্দ ছিল শিবগঞ্জ গার্লস হাই স্কুল। দ্বিতীয় পছন্দ ছিল বিনোদপর হাই স্কুল শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। টুম্পা রানি তার ২য় পছন্দের প্রতিষ্ঠান বিনুদপর হাই স্কুলে সুপারিশপ্রাপ্ত হন।
নিয়ম অনুযায়ী টুম্পা রানীর প্রথম পছন্দের প্রতিষ্ঠান শিবগঞ্জ গার্লস হাই স্কুলে যিনি সুপারিশ পেয়েছেন, মেরিট লিস্টে তিনি অবশ্যই টুম্পা রানির আগে থাকার কথা। কিন্তু দেখা গেছে, শিবগঞ্জ গার্লস হাই স্কুলে যিনি সুপারিশ পেয়েছেন মেরিট লিস্টে তিনি টুম্পা রানির চেয়ে অনেক অনেক পিছিয়ে।
শিবগঞ্জ গার্লস হাই স্কুলে সুপারিশ পেয়েছেন সুবোধ কুমার শীল। তিনি ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সহকারী শিক্ষক হিন্দু ধর্ম শিক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার রোল নম্বর 31505960। জাতীয় মেধা তালিকায় তার মেরিট ১৯৭৪ এবং সিরিয়াল ২২২২।
মেরিটের দিক থেকে তার চেয়ে অনেক এগিয়ে থেকেও নিজের প্রথম পছন্দের প্রতিষ্ঠান পাননি টুম্পা রানি। অথচ টুম্পা রানির প্রথম পছন্দের প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ পেয়েছেন তার চেয়ে মেরিট লিস্টে অনেক পিছিয়ে থাকা সুবোধ। বিষয়টি নিয়ে বাংলাদেশ জার্নালের কাছে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com