আপডেট

x


এখন সবাই অনেক প্রফেশনাল: বিদ্যা

শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭ | ১১:৩৯ অপরাহ্ণ | 1152 বার

এখন সবাই অনেক প্রফেশনাল: বিদ্যা

অভিনয় জগতের দিন বদলেছে; এখন সবাই অনেক প্রফেশনালও বলে মনে করেন বলিউড তারকা বিদ্যা বালান।

এবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।



ডার্টি পিকচারখ্যাত বিদ্যার ‘বেগমজান’ ব্যবসা সফল না হওয়ায় বেশ মুষড়ে পড়েছিলেন তিনি। তবে ‘তুমহারি সুলু’ ওপরই এখন ভরসা রাখছেন তিনি। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী বিদ্যা।

বিদ্যা বালান বলেন, এখন সবাই অনেক প্রফেশনাল। সেটা আমার কিন্তু খুবই ভাল লাগে। কাজ করার একটা খিদে আছে, যেটা আমি নিজের সঙ্গে মেলাতে পারি। পারলে সবাই সময়ের আগেই কাজ শেষ করে ফেলে!

সাক্ষাৎকারে তিনি বলেন, এখনও অনেকটা পথ যেতে হবে শুধু কনটেন্টকে গুরুত্ব দিতে গেলে। আর স্টার’রা গুরুত্ব পেলে তো মন্দ কিছু দেখি না! স্টার’ও আছেন, কনটেন্টও ভাল— তাহলে তো সোনায় সোহাগা! তবে এখন তো অনেক ছবিই হচ্ছে, যেখানে তথাকথিত স্টার’রা নেই, এবং সেগুলো দর্শক ভালওবাসছেন।

নারী চরিত্রকেন্দ্রিক সিনেমার ব্যাপারেও আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় এটি করা উচিত।

শাবানা আজমি বলেছিলেন, ‘অর্থ’এর রিমেক হলে বিদ্যার করা আপনার করা উচিত। এ প্রশ্নে বিদ্যা বলেন, শাবানা আজমির এই কথাটার চেয়ে বড় সম্মান আমার জীবনে আর কী হতে পারে? যে কোনও অ্যাওয়ার্ডের চেয়ে বড় স্বীকৃতি।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com