আপডেট

x


এক হাসপাতালের ৯ নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা!

বুধবার, ২৭ মার্চ ২০১৯ | ১১:২৫ অপরাহ্ণ | 679 বার

এক হাসপাতালের ৯ নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা!

গর্ভধারণের মধ্য দিয়ে নারী তার পূর্ণতা পায়। গর্ভধারণেই নতুন শিশু দেখতে পায় পৃথিবীর আলো। এবার একসাথে আট অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করাকে নিয়ে আলোচনার শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে সে ছবি।

গত ২৩ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আটজন নার্স বেবি বাম্পের ছবি পোস্ট করেন। একই হাসপাতালে চাকরি করা এই নার্সরা একই পোশাক পরে পোজ দিয়েছেন। আরও এক নার্স নাকি বাদ পড়েছেন যিনিও অন্তঃসত্ত্বা!



চমকপ্রদ এ ঘটনাটি ঘটেছে পোর্টল্যান্ডের মেইন মেডিকেল সেন্টার হাসপাতালে। আরও মজার ব্যাপার হল এ নয় নার্সই চাকরি করেন হাসপাতালে গাইনোকোলজি বিভাগের ডেলিভারি ইউনিটে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল হাসপাতালের সূত্র ধরে ওই ৯ নার্সের নাম প্রকাশ করেছ। ওই নার্সরা হলেন- এরিন গ্রিনিয়ার, রাসেল স্টিলম্যাচ, ব্রিটনি ভারভিল, লোনি সূচি, আমন্ডা স্পিয়ার, সামান্থা গিগলিও, নিকোল বার্নস, হোলি সেলবি ও নিকোল গোল্ডবার্গ।

আগামী এপ্রিল ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে ৯ নার্স সন্তান প্রসব করবেন বলেও জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com