একুশে পদকের পর এবার সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা
- আপডেটের সময় : ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ১৬৫৯ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেস্কঃ অভিনয়ে বিশেষ অবদান রাখার জন্য ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রের শীর্ষ মর্যাদা একুশে পদকে ভূষিত হয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। এবার পেলেন নতুন সু খবর। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হয়েছেন তিনি।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে গণভবন থেকে ৪১জন সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত সে তালিকায় ২২ নম্বরে ঢাকা থেকে সুবর্ণা মুস্তাফার নাম দেখা যায়।
পরে আওয়ালীগের একাধিক সূত্র থেকেও খবরটির নিশ্চয়তা পাওয়া গেছে। এদিকে একুশে পাওয়ার পর থেকেই সহকর্মীদের উঞ্চ অভ্যর্থনায় ভাসছেন এ অভিনেত্রী। এমপি হওয়ার খবর পাওয়ার সে অভ্যর্থনা বেড়ে গেছে আরও।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৫ জানুয়ারি থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদনপত্র বিক্রি শুরু করে আওয়ামী লীগ। চারদিনে মনোনয়নপত্র বিক্রি হয় ১৫১০টি। শোবিজ অঙ্গনের অনেকেই মনোনয়ন গ্রহণ করেন।