আপডেট

x


একটি মানবিক আবেদন

শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮ | ১২:৪০ অপরাহ্ণ | 943 বার

একটি মানবিক আবেদন

মেয়েটির নাম রনি বেগম, মৌলভীবাজার জেলাধীন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের উত্তর চানগাঁও গ্রামের মৃত আছকির মিয়া ও কাঞ্চন বেগমের মেয়ে রনি বেগম (১৪) কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী।

এই ফুট ফুটে মেয়েটি বার্ষিক পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছে, ডাক্তাররা জানিয়েছেন শিশুটির হার্টে রিং পরানো লাগবে এবং কিডনিতেও সমস্যা ধরা পডেছে। ডাক্তাররা জানিয়েছেন রনির চিকিৎসার জন্য প্রায় দুই লক্ষ টাকার প্রয়োজন। পিতৃহীন এই মেয়েটির সুস্থতার জন্য এত টাকা জোগাড় করা তার মায়ের পক্ষে প্রায় অসম্ভব। মেয়েটিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন মেয়েটির মা।



আপনারা মেয়েটির মায়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। মেয়েটির মায়ের মোবাইল নাম্বার 01790505520 (বাংলাদেশ)

মেয়েটির সাহায্যে এগিয়ে আসার জন্য কানাডাসহ বিশ্বের সকল দেশে বসবাসরত বিত্তবান বাংলাদেশীদের প্রতি বিনিত অনুরোধ জানিয়েছেন জালালাবাদবার্তা.কম এর সম্পাদক রুহুল চৌধুরী (+1 647 402 5317)

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com