উৎসবী আমেজের মধ্যে দিয়ে দেশের অন্যতম অভিজাত ঢাকার গুলশান ক্লাবের নির্বাচন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
ক্লাবের নির্বাচনে সভাপতি পদে একামাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদন্দিতা করছেন তিনি হলেন বীমা জগত এর সিংহ পুরুষ ভাষা সৈনিক মরহুম এম এ সামাদ ও ঢাকা লেডিস ক্লাবের কয়েক যুগের সভাপতি মরহুমা ফওজিয়া সামাদের কণ্যা। ঢাকা ক্লাবের সাবেক সভাপতি ও বিজিআাইসির চেয়ারম্যান তৌহিদ সামাদের কনিষ্ঠ বোন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একসময়ের মেধাবী শিক্ষার্থী সামাদ ফওজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারপার্সন সাবরিনা সামাদ। তিনি হলেন সিলেট তথা কুলাউড়ার সূর্য কণ্যা।
উল্লেখ্য গুলশান ক্লাবের মোট ২৩০০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। বেলা দুটা থেকে সন্ধ্যা ৭টা পর্য্যন্ত ভোট গ্রহন চলবে। ২৩০০ ভোটারদের মধ্যে রয়েছেন দেশের শীর্ষ শিল্পপতি, ব্যবসায়ী, আইনজীবী, চাকুরীজীবি, সাংবাদিক, কবি, লেখকরা।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com