আপডেট

x


ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানো হবে না : নৌমন্ত্রী

শনিবার, ১০ জুন ২০১৭ | ৪:২৪ অপরাহ্ণ | 1036 বার

ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানো হবে না : নৌমন্ত্রী

এবারের ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠতে দেয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার সকালে মাদারীপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ঈদের ৩দিন আগে ও পরের ৩দিন নৌপরিবহন মন্ত্রনালয়ের অধীনে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা যাত্রীদের নিবিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।



শাজাহান খান আরও বলেন, প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার বাইরে কোন যাত্রী উঠতে দেয়া হবে না। সে ব্যাপারে মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সরোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা শাহাজাহান হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com