আপডেট

x


ঈদে গণপরিবহন চলবে -ওবায়দুল কাদের

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | ৬:২২ অপরাহ্ণ | 333 বার

ঈদে গণপরিবহন চলবে -ওবায়দুল কাদের

দেশদিগন্ত ডেস্ক : আসন্ন ঈদুল আজহায় গণপরিবহন চলাচল নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে গণপরিবহন চলবে। তবে ঈদের তিন দিন আগে থেকে ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি সার্ভিস, পচনশীন দ্রব্যাদি, কোরবানির পশুবাহী এবং গার্মেন্ট পণ্যবাহী যান চলাচল করবে।

বৃহস্পতিবার সংসদ ভবনের তার সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।



ওবায়দুল কাদেরের এই বক্তব্যের মধ্য দিয়ে ঈদে গণপরিবহন চলাচল নিয়ে গত দু’দিন ধরে যে ধোঁয়াশা চলছিল সেটারও অবসান হলো। বিআরটিএ এ বিষ‌য়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে বলেও উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ঈদের আ‌গে পাঁচ‌দিন এবং প‌রের তিন‌দিনসহ মোট ৯ দিন গণপ‌রিবহন বন্ধ রাখ‌তে গত মঙ্গলবার ম‌ন্ত্রিপ‌রিষ‌দের নি‌র্দেশনা অনুযায়ী বিআর‌টিএ‌কে চি‌ঠি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার নৌ প‌রিবহন প্রতিমন্ত্রী জানান, ঈ‌দে ৯ দিন গণপ‌রিবহন চল‌বে না। ক‌য়েকঘণ্টার ম‌ধ্যে তি‌নি বক্তব‌্য বদলে জানান, গণপ‌রিবহন চল‌বে, তবে পণ‌্যবাহী যান বন্ধ থাক‌বে।

সড়ক প‌রিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জা‌নি‌য়ে‌ছে, ম‌ন্ত্রিপ‌রিষদ বিভা‌গের নি‌র্দেশনা অনুযায়ী ক‌রোনার বিস্তার রো‌ধে জনগ‌ণের চলাচল নিয়ন্ত্রণ কর‌তে ঈ‌দের আ‌গে প‌রে ৯ দিন যাত্রীবাহী বাসসহ সকল গণপ‌রিবহন বন্ধ রাখতে বিআরটি‌এ‌কে চি‌ঠি দেওয়া হ‌য়ে‌ছিল। ত‌বে জনজীবন স্বাভা‌বিক রাখ‌তে সরকা‌রের স‌র্বোচ্চ পর্যা‌য়ে সিদ্ধা‌ন্তে এ নি‌র্দেশনায় প‌রিবর্তন এ‌সে‌ছে। ক‌রোনার বিস্তার রো‌ধে ২৫ মার্চ মধ‌্যরাত থে‌কে ৬৭ দিন বন্ধ রাখার পর গত ১ জুন থে‌কে চল‌ছে বাসসহ যাত্রীবাহী যানবাহন। স্হাস্হ্যবিধি  সামা‌জিক দূরত্ব মান‌তে বা‌সে অ‌র্ধেক আসন খা‌লি রাখা হ‌চ্ছে। ভাড়া বে‌ড়ে‌ছে ৬০ ভাগ। আসন্ন ঈদযাত্রায় একইভা‌বে চল‌বে গণপ‌রিবহন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com