দেশদিগন্ত নিউজ ডেস্কঃ কুলাউড়ায় শাহ সৈয়দ রাশীদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জুবায়ের আলী ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী তোফায়েল করিম লিমনের যৌথ অর্থায়নে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী পাঁচ সদস্যের একটি পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১১ মে) উপজেলার ভাটেরা ইউনিয়নের স্টেশন বাজারের একটি পরিত্যক্ত কোয়ার্টারে বসবাসরত ওই পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চানা, সোয়াবিন তেল, খেজুর, আলু, লবন, পিঁয়াজ, রসুন ও পানীয় গুড়ো ট্যাংক। এসময় খাদ্যসামগ্রী তুলে দেন রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন,কুলাউড়া ব্যবসয়ী কন্যান সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার শাকির আহমদ,, সংলাপের স্টাফ রিপোর্টার সুমন আহমদ,সাংবাদিক ইউসুফ আহমদ ইমন, মুক্ত স্কাউটের সাধারণ সম্পাদক শামসু উদ্দিন বাবু, রাশিদ আলী ফাউণ্ডেশনের সদস্য পারুল মিয়া, ভাটেরা ইউনিয়ন সংবাদকর্মী এ রহমান রিফুল প্রমুখ
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com