ইতালীর তরনো শহরে ন্যাশনাল কাফ অফিস উদ্ভোধন

- আপডেটের সময় : ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ৩২৫ টাইম ভিউ
ইতালির তরিনো শহরে ন্যাশনাল কাফ অফিস উদ্বোধন
ইতালি প্রতিনিধি
ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন শুধুমাত্র ইতালিয়ান ভাষা সংক্রান্ত কারণে। বর্তমানে ইতালিয়ান সরকারের অধীনে বিভিন্ন শহরে অন্যান্য ভাষাবাসীর পাশাপাশি বাংলাদেশিরাও কাফ অফিসের মাধ্যমে অনেক ধরণের সুযোগ সুবিধা পাচ্ছেন। ইতালির তরিনো শহরে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষে শুভ উদ্বোধন করা হয়েছে ন্যাশনাল কাফ অফিস তোরিনো শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে কাফ অফিসের উদ্বোধন করেন মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল ইকবাল আহমেদ এবং ন্যাশনাল কাফ এর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বোরহান। কাফ অফিসের কর্ণধার তরিনো শহরের বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসেন অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের শতভাগ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে এই কাফ অফিস পরিচালিত হবে বলে আশ্বাস ব্যক্ত করেন। এই সময় স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দরা ছাড়াও স্থানীয় একজন ইতালিয়ান কাফ এর দক্ষ এডভাইজার কারমেন সিনোরা ও প্রবাসী বাংলাদেশী যিনি স্থানীয় দুবাসী হিসেবে কাজ করেন ইতালিতে পড়াশুনা করেছেন মিতু মোমিন উপস্থিত ছিলেন।