আপডেট

x


ইতালির তোরিনোতে সিলেট প্রবাসীদের সভা অনুষ্ঠিত

বুধবার, ৩০ মার্চ ২০২২ | ৫:৪৩ অপরাহ্ণ | 130 বার

ইতালির তোরিনোতে সিলেট প্রবাসীদের সভা অনুষ্ঠিত

ইতালির তোরিনোতে সিলেট প্রবাসীদের সভা অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি
ইতালির তোরিনোতে বসবাসকারী বৃহত্তর সিলেট প্রবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের চারটি উপজেলার প্রবাসীরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় সিলেট প্রবাসীদের একত্রিত করার লক্ষে এবং স্থানীয় ভাবে সামাজিক ভাবে একে ওপরের সাথে মিলিত হয়ে দেশ ও প্রবাসের মানুষের পাশে ও সহযোগিতার মনোভাব নিয়ে স্থানীয় ভাবে একটি সংগঠন গঠন করার পক্ষে উপস্থিত সকলেই মতামত পোষণ করেন। আগামীতে আরো সিলেট প্রবাসীদের একত্রিত করে খুব শিগ্রই একটি সিলেট সমিতি নাম সংগঠন গঠন করার প্রত্যাশা ব্যক্ত করে মতবিনিময় সভা শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন মো বেলাল উদ্দিন ,আব্দুল জলিল ,আব্দুল কাদির ,আহমেদ সাব্বির ,সালাম মোহাম্মদ ,আব্দুল ওয়াদুদ ,মো রায়হান ,মো শাহনুর হোসেন ,লুৎফুর রহমান ও মাসুম আহমেদ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com