আপডেট

x


ইতালির তরিনো দিনব্যাপী কনসুলার সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বুধবার, ০৮ জুন ২০২২ | ৩:৩১ অপরাহ্ণ | 107 বার

ইতালির তরিনো দিনব্যাপী কনসুলার সেবা ক্যাম্প অনুষ্ঠিত

ইতালির তরিনো দিনব্যাপী কনসুলার সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি
কনস্যুলার ক্যাম্প এর ধারাবাহিকতার অংশ হিসেবে রবিবার দিনব্যাপী ইতালির তরিনো শহরে কন্স্যুলেট সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মিলান কনস্যুলেট এর সার্বিক তত্ত্বাবধানে তরিনো প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কনস্যুলেট ক্যাম্পে প্রায় পাঁচশতাধিক প্রবাসীরা এই সেবা গ্রহণ করেছেন বলে জানা যায়। এর মধ্য পাসপোর্ট নবায়ন ,নো ভিসা,ফ্যামিলি সার্টিফিকেট সহ দূতাবাস সংশ্লিষ্ট সকল কার্যক্রম নাগরিকদের প্রদান করা হয়। এছাড়া অনেকে মিলান দূতাবাসে ডিজিটাল পাসপোর্ট এর আবেদনের তারিখ ও গ্রহণ করেন।
মিলান কনসুলেট এর কনসাল জেনারেল এইচ এম জাবেদ ,শ্রম কনসাল সাব্বির আহমেদ ,দূতাবাস কর্মকর্তা নজরুল ইসলাম ,জাকির হোসেন এই ক্যাম্প পরিচালনা করেন।
কনসাল জেনারেল তরিনো তে সুন্দর ভাবে দূতাবাস সেবা শেষ করতে পেরে স্থানীয় সকল প্রবাসীদের কে ধন্যবাদ জানান। তোরিনো প্রবাসী বাংলাদেশিরা প্রতিবছর এই কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার আহ্বান জানান এবং এই ক্যাম্প পরিচালনা করার জন্য কনসুলেট অফিসের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com