ইতালিতে পিছিয়ে নেই দুই বাংলাদেশী স্বাস্থ্যকর্মি
- আপডেটের সময় : ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
- / ৬৬৩ টাইম ভিউ
নাজমুল হোসেন ইতালি থেকে :
করোনা ভাইরাসে কারণে সরকারের ঘোষণা অনুযায়ী সকল প্রবাসী যখন বাসায় অবস্থান করছেন টিক সেই সময় ডক্টর নার্সদের সাথে স্বাস্থ সেবা দিতে হিমশিম খাচ্ছেন দুই বাংলাদেশী প্রবাসী। ইতালির পাদোভা শহরের বাসিন্দা ডক্টর তাহমিদ তিসাদ। করোনা ভাইরাসের সেবা দিতে তিনি বর্তমানে ইতালির ভেরোনা হাসপাতালে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন সেবা দিয়ে যাচ্ছেন ভাইরাসে আক্রান্ত রুগীদের। এক ভিডিও বার্তায় তিনি সকল বাংলাদেশী দের সতর্ক এবং সাবধানে থাকার অনুরুদ জানিয়েছেন এবং অবশ্যই খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন। তাহমিদ তিশাদের বাবা ছেলের জন্য চিন্তায় থাকলেও নিজে একজন গর্বিত পিতা মনে করেন। তিনি বলেন আমি আমার ছেলে কে যে সেবা দেওয়ার জন্য ডক্টর বানিয়েছে আজ সে তার কর্মস্থলে সেই বাবা দিয়ে যাচ্ছে।
এই দিকে ইতালির ব্রেসিয়া শহরের এমিলি সাহা একজন সেবিকা। তিনি ব্রেসিয়ার একটি হসপিটালে কাজ করছেন কয়েকবছর থেকে। তিনিও এই করোনা ভাইরাস আক্রান্ত রুগীদের সেবা দিয়ে যাচ্ছেন একজন নার্স হিসেবে। পরিবারের সবাই দুশ্চিন্তা করলেও তিনি এই মুহূর্তে আক্রান্তদের পাশে থেকে সেবা দিতে পারে নিজেকে গর্বিত মনে করছেন।
এই দুই প্রবাসী বাংলাদেশী স্বাস্থ কর্মীদের জন্য আমাদের সকল প্রবাসীদের পক্ষ থেকে ক্রতজ্ঞতা প্রকাশ করছি এবং দেশের নাম উজ্জ্বল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।