আপডেট

x


ইছামতি ক্লাব কুয়েত’র ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল সম্পূর্ন

শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ | ৯:১০ অপরাহ্ণ | 388 বার

ইছামতি ক্লাব কুয়েত’র ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল সম্পূর্ন

কুয়েত থেকে : খেলার ফাইনালে রাওদা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রাইবেকারে ৪/৩ গোলে দোয়েল স্পোটিং ক্লাব কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । স্হানীয় বয়ান স্টেডিয়ামে গত শুক্রবার বিকাল চারটায় খেলা অনুস্টিত হয় । প্রথমার্ধে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে গিয়ে বিজয়ী হয় রাওদা স্পোটিং ক্লাব । ফাইনালে প্রধান অতিথী হয়ে খেলার পুরস্কার বিতরন করেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাস্ট্রদূত এস এম আবুল কালাম , ক্লাবের সভাপতি চুন্নু মোল্লাহ’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দূতাবাসের প্রসাশনিক কর্মকর্তা সাজিদুল ইসলাম, কবি ও সাহিত্যিক আল আমিন চৌধুরী স্বপন, বিশিস্ট ব্যাবসায়ী সোয়েব আহমেদ, বিশিস্ট ব্যাবসায়ী আবুল হাসেম এনাম, সাহিত্য অঙ্গন ও ক্রীড়াঙ্গনের আহবায়ক রফিকুল ইসলাম ভূলু, বিশিস্ট ব্যাবসায়ী কাদের মোল্লাহ, দোয়েল স্পোটিং ক্লাবের সভাপতি হযরত আলী মল্লিক, রাওদা স্পোটিং ক্লাবের সভাপতি জাহিদ আহমেদ, জাতীয় অনলাইন পোর্টাল দেশদিগন্তের সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু ।


রাস্ট্রদূতের বক্তিতায় বলেন খেলার মাট হলো ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার প্রক্রিয়া , ক্রীড়া বা সংস্কৃতিতে অংশগ্রহন করলে মানুষ বিপথগামী হয় না. তাই এসব আয়োজনে আমাকে তোমাদের পাশে সবসময় সহযোগিতায় পাবে ।
গত শুক্রবার



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com