ইউরোপের সবচেয়ে বড় ঈদুল ফিতরের নামাজ পর্তুগালে অনুষ্ঠিত হয়
- আপডেটের সময় : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ৩০২ টাইম ভিউ
মাসব্যাপি সিয়াম সাধনার পর আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করেছে পর্তুগাল প্রবাসীরা ।
সৌদি আরবসহ ইউরোপের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ৩০ দিন সিয়াম সাধনার পর মুসলিম উম্মার বৃহৎ উৎসব ঈদুল ফিতর উদযাপন করছেন। গত সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ৩০ রোজা পূর্ণ হয়েছে। ফলে আজ বুধবার পর্তুগালে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন শেষে জামাতে ঈদের নামাজ আদায় করেন। ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় পর্তুগালের মার্তিমনিজ পার্কে।
এতে ইমামতি করেন- শেখ সালেহ্ বিন হুমাইদ। দেশটির স্থানীয় সময় ৮ ঘটিকায় কয়েক হাজার মুসল্লীদের অংশগ্রহণেঅনুষ্ঠিত হয় ঈদের জামাত।
আলআমেদা পার্কে প্রায় দুই হাজারের মুসল্লীর উপস্থিতিতে দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৬ঘটিকায় ।
এদিকে রাজধানী লিসবন সহ পর্তুগালের প্রায় ৫০ টি মসজিদেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকগণ এই ঈদের নামাজে অংশ নেন। মসজিদ চত্বরে মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।
যদিও এবারের ঈদে সাপ্তাহিক ছুটি না থাকায় কিছুটা ভিগ্ন ঘটে।
। তারমধ্যে স্বজনদের সাথে ঈদের অনন্দ ভাগাভাগি করতে না পারার বেদনা কিছুটা তো আছেই। প্রবাসীদের ঈদ মানেই ব্যাস্ততা, নামাজ শেষে খোলাখুলি করেই কাজে ছুটে চলা। অনেকে আবার ভ্র্যার্চুয়ালীভাবে দেশে থাকা আত্মীয় স্বজন প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। ঈদের আনন্দ কে ভাগাভাগি করে কোশল বিনিময় করেন গণমাধ্যম কর্মি ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা।