আপডেট

x


আ’লীগ ক্ষমতায় না থাকলে দেশ আইএসে আওতায় যাবে: মির্জা আজম

রবিবার, ০৯ জুলাই ২০১৭ | ১:১৫ পূর্বাহ্ণ | 1005 বার

আ’লীগ ক্ষমতায় না থাকলে দেশ আইএসে আওতায় যাবে: মির্জা আজম

আ’লীগ ক্ষমতায় না থাকলে দেশ আইএসে আওতায় যাবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

তিনি বলেন, ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে না পারলে দেশটা আইএসের আওতায় চলে যাবে। তারা নারী সমাজকে আবারও ঘরে ঢুকিয়ে দেবে। আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশে আইএস ঘাঁটি গড়তে পারছে না। সুতরাং ক্ষমতার ধারাবাহিক রক্ষা করতে হবে। ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।



শনিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে এসব কথা বলেন।

দীর্ঘ ১৪ বছর পর এই কর্মী সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, ‘আওয়ামী লীগ যদি ক্ষমতায় না যায় কারা ক্ষমতায় আসবে এটা আপনাদের মনে রাখতে হবে। যারা ক্ষমতায় আসবে তারা ২০১৪-২০১৫ সালে তিনশ মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। যারা বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করার জন্য হলি আর্টিজেনের মতো ঘটনা ঘটিয়েছে। তারা হবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হয়, তারা নারী সমাজকে আবার ঘরে ঢুকিয়ে দেবে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আইএস যেসব ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশও তাদের আওতায় চলে যাবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, এসবের বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি প্রথম নারীদেরকে সংরক্ষিত আসনে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন দিয়ে তাদেরকে জনপ্রতিনিধির মর্যাদা দিয়েছেন। আজকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের সংরক্ষিত পদ সৃষ্টি করে নারীদের নেতৃত্বকে এগিয়ে নিয়ে এসেছেন। সংসদের সংরক্ষিত ৩০টি আসন থেকে তিনি ৫০টি আসনে উন্নীত করেছেন।

কর্মী সমাবেশ উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্লিক।

জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশিদা ফারুকীর সভাপতিত্বে ও জেলা মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক হাসিনা বেগমের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম হীরা, সংসদ সদস্য ফরিদুল হক খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াছমিন প্রমুখ।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com