বিশিষ্ট সাংবাদিক, অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ জনপ্রত্যাশা’ (bdjonprottasha.com) এর সম্পাদক, ‘দেশ দিগন্ত’ (deshdiganto.com) এক বার্তা সম্পাদক এবং জালালাবাদ বার্তা (jalalabadbarta.com) এর বিশেষ প্রতিনিধি ছয়ফুল আলম সাইফুলের পিতা জনাব আলহাজ্ব আব্দুল হেলিম সাহেব গুরুতর অসুস্থ হয়ে মৌলভীবাজারে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জনাব হেলিম সাহেব মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সাবেক গ্রাম সরকার ও একজন সফল ব্যবসায়ী।
৭৯ বছর বয়সী অসুস্থ জনাব হেলিম সাহেবের রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করতে পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, ও দেশ দিগন্ত অনলাইন নিউজের প্রধান সম্পাদক শেখ নিজামুর টিপু এবং হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জালালাবাদ বার্তা’র নির্বাহী সম্পাদক কানাডার টরন্টো প্রবাসী জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী উনার বন্ধুবর জনাব হেলিম সাহেবের আশু রোগমুক্তি কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com