আপডেট

x


আর্চারিতে এবার স্বর্ণ জিতলেন সুমা বিশ্বাস

সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৯ | ১২:২৯ অপরাহ্ণ | 306 বার

আর্চারিতে এবার স্বর্ণ জিতলেন সুমা বিশ্বাস

এবার দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) আর্চারিতে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে সোনা জিতলেন বাংলাদেশের সোমা বিশ্বাস।

সোমবার সকালে প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রতিযোগিকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন সোমা। রোববার সুস্মিতা বণিক ও শ্যামলী রায়কে নিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগেও সোনা জিতেছিলেন এই আর্চার।
নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে এটি নিয়ে মোট ১৫টি সোনা জিতল বাংলাদেশ।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com