ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার ডালাস জোনের স্বেচ্ছাসেবী রুমান সাদিক এ প্রসঙ্গে বলেন, মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে পর্দাবৃত হয়ে বের হওয়াটা কঠিন হয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান, সুপারমার্কেট ও খেলাধুলার বিভিন্ন উন্মুক্ত স্থানে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। হিজাব ইসলামে একটি আবশ্যিক পরিধেয়-বিধান। শুধু ধর্মীয় সংশ্লিষ্টতা বোঝানোর জন্য এটি নির্দিষ্ট কোনো চিহ্ন নয়।
সাধারণ মানুষকে হিজাব সম্পর্কে ধারণা দিতে আমেরিকার বিভিন্ন জায়গায় বিলবোর্ড
ইসলাম প্রচারণায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিলবোর্ড
অবশ্য এ ধরনের প্রচারণা যুক্তরাষ্ট্রে এটিই প্রথম নয়। এর আগে গেইনপিচ নামের অন্য একটি সংগঠন অমুসলিম আমেরিকানদের ইসলাম সম্পর্কে জানার জন্য ফোন নম্বরসহ বিলবোর্ডে প্রচারণার ব্যবস্থা করেছিল। ইসলাম সম্পর্কিত এ ধরনের বিলবোর্ড হাউসটোন ও শিকাগোসহ দেশটির বিভিন্ন স্থানে প্রদর্শিত হচ্ছে। যা অমুসলিমদের মনে প্রভাব ফেলছে এবং ইসলাম সম্পর্কে তাদের আগ্রহী করে তুলছে।
সূত্র: টেক্সাস পাবলিক রেডিও।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com