আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথিতযশা সাইকিয়াট্রিস্ট ডা. সাঈদ এনাম। গতকাল সোমবার আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের মেডিক্যাল ডিরেক্টর ডা. সাউল লেভিন এক মেইল বার্তায় তাঁকে এ খবরটি নিশ্চিত করেছেন।
ডা. সাঈদ এনাম ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। পরে তিনি সাইকিয়াট্রিতে এম ফিল ডিগ্রি লাভ করেন। ডা. সাঈদ এনাম ২৪তম বিসিএসের একজন কর্মকর্তা। বর্তমানে সিলেট মেডিক্যাল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
সাইকিয়াট্রির বিভিন্ন আন্তর্জাতিক কংগ্রেসে তিনি নিয়মিত গবেষণা উপস্থাপন করেন। তিনি রয়েল কলেজ অব সাইকিয়াট্রিস্ট ইংল্যান্ড এবং রয়েল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কলেজ অব সাইকিয়াট্রিস্ট’র একজন মেম্বার।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com