আমিরাতে কুলাউড়া সমিতি খোকন ও সুরমানকে সংবর্ধনা প্রদান
- আপডেটের সময় : ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯
- / ১১১৪ টাইম ভিউ
সংযুক্ত আরব আমিরাতে কুলাউড়া পৌরসভার ৩ বারের কাউন্সিলর ও প্যানেল মেয়র মনজুর আলম চৌধুরী খোকন ও এপেক্স ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সুরমান আহমদের সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে কুলাউড়া সমিতির পক্ষ থেকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার শারজাহের একটি রেস্তোরায় কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমত আলী এবং সিনিয়র যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম রুহুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ। প্রধান বক্তা ছিলেন কুলাউড়া সমিতির সিনিয়র উপদেষ্টা হাজী আব্দুল হামিদ।
বিশেষ অতিথি উপদেষ্টা মাওলানা ছাদিকুর রহমান, বাদশা মিয়া, হাজি আক্তার, আতাউর রহমান আতা, প্রধান পৃষ্টপোষক নজরুল ইসলাম লিটন তালুকদার, মর্তুজ আলী, মকলিছ মিয়া, আবু সারোয়ার, লুৎফুর মিসবাহ।
বক্তব্য রাখেন নজরুল ইসলাম রুহেল, তানভীর হোসেন শুভন, রিপন মজুমদার, শাহজাহান সজীব, মান্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুহুল, তারেক, মামুন, আনোয়ার, আব্দুল হামিদ বদরুল, মসুদ আলী, নাসির, নুরুল, মিসবা, শামীম, হিরন, বশির আলি, জাহিদ আলী সেলিম, বিপ্লব, রুবেল, মুজিব খাঁন সহ আরও অনেকেই।