আমিরাতে কুলাউড়া সমিতির সংবর্ধনা অনুষ্টান
- আপডেটের সময় : ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
- / ১০৪৩ টাইম ভিউ
কুলাউড়া কৃতি সন্তান নন্দন স্পোর্টিং ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান মান্না দুবাই সফর আগমন উপলক্ষে কুলাউড়া সমিতির পক্ষ থেকে এর সংবর্ধনা অনুষ্টান আয়োজন করা হয় শারজাহ হুদাইবিয়া হোটেল হলরুমে গত ১৭.০৫.২০১৯ ইং রোজ শুত্রুবার রাত ৯ টা।
কুলাউড়া সমিতির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারন নুরুল ইসলাম রুহুলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত দুবাই আওয়ামীলীগ এর সভাপতি হাজি শফিকুল ইসলাম শফিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ান বাজার সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক জি এম জায়গীর দা। কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, প্রধান পৃষ্টপোষক নজরুল ইসলাম লিটন তালুকদার, উপদেষ্টা হাজি আক্তার আলী, আব্দুল হক, আতাউর রহমান আতা, বাদশা মিয়া, পৃষ্টপোষক সাহেদ নুর, সিনিয়র সহ সভাপতি রেজাউর রহমান রাজ্জাক।
উপস্তিত ছিলেন জনাব কাছা উদ্দীন কাছা,জনাব রহমত আলী,
জনাব মাহতাবউদ্দিন, মসুদ আলী , শুওকত আলী, তারা মিয়া বকুল, সামীম, রিপন, আনোয়ার, রুহেল আহমেদ রুহেল, জাহিদ আহমেদ, আশরাফ খাঁন হিরন, হুমায়ুন রশিদ,আফজাল হোসেন,,তায়েফ আহমেদ,, সঞ্জয় ঘোষ,,সাংগঠনিক আবু সারোয়ার তালুকদার,এমদাদুল হাসান নাসির, নুরুল ইসলাম, নিজাম, মিসবা, খলিল, রাসেল, কুলাউড়া সমিতির সাধারন সম্পাদক ইছমত আলী প্রমুখ।
মাহবুবুর রহমান মান্না কে কুলাউড়া সমিতির পক্ষ থেকে সম্মানন তুলে দেন কুলাউড়া সমিতির সহ সভাপতি মসুদ আলী, নজরুল ইসলাম রুহেল, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, তায়েফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু সারওয়ার তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হাসান নাসির।