আপডেট

x


আমিরাতে কুলাউড়ার মেয়ে প্রমি ও হিমি স্কলারশিপ পেয়েছে

বুধবার, ০৯ অক্টোবর ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ | 445 বার

আমিরাতে কুলাউড়ার মেয়ে প্রমি ও হিমি স্কলারশিপ পেয়েছে

দেশদিগন্ত : আমিরাতে একমাত্র বাংলাদেশী হিসেবে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী হাজীপুর ইউনিয়নের আমিরাত প্রবাসি বিশিস্ট সমাজ সেবক মোহাম্মদ মুক্তার মিয়ার দুই মেয়ে রাহমা মুক্তার প্রমি ও রাহিমা মুক্তার হিমি নবম শ্রেণীতে অধ্যায়নরত ।

আরব আমিরাতের বিশাল ব্যবসায়ী প্রতিষ্ঠান বাইজাস লারনিং এপ্প এবং লুলু হাইপার মার্কেট এর যৌথ উদ্যোগে পাচঁ লক্ষ দেরহাম স্কলারশিপ প্রদান করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিস্টানের মেধাবী শিক্ষার্থীদের ।
লুলু মল আলবারশা দুবাই গত ৭অক্টোবর ২০২৯ এক বণাঢ্য আয়োজনের মাধ্যমে শিক্ষার্থাীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।
অনুস্টান থেকে মেধাবী শিক্ষার্থীর মধ্যে থেকে লটারির মাধ্যমে ৫০ জন কে বিজয়ী ঘোষনা করা হয় এবং প্রত্যেক কে দশ হাজার দেরহাম চেক দেওয়া হয় ।
সেখানে একমাত্র বাংলাদেশী বিশিস্ট সমাজ সেবক মোহাম্মদ মুক্তার মিয়ার মেয়ে প্রমি, হিমি বিজয়ীহয়ে পুরস্কার গ্রহন করেন ।বাইজাস লারনিং আপ এবং লুলু প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা অতিথীবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৫০ জন প্রতিযোগির হাতে পুরস্কার তুলে দেন
প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্ধ ।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com