আপডেট

x


আবুল খয়ের ফয়সাল কে সভাপতি ও জোতি বিকাশ কে সাধারন সম্পাদক করে জাতীয় তরুন সংঘের কমিটি গঠন

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ২:৪৩ অপরাহ্ণ | 197 বার

আবুল খয়ের ফয়সাল কে সভাপতি ও জোতি বিকাশ কে সাধারন সম্পাদক করে জাতীয় তরুন সংঘের কমিটি গঠন

 

ছয়ফুল আলম সাইফুল : কুলাউড়া উপজেলা প্রাচীনতম সংগঠন জাতীয় তরুন ১৯৭৮ সালের ৭ ই মার্চ নবীন চন্দ্র মাটে প্রতিষ্ঠিত হয় ।
৪২ বছরে যাত্রাকালের ধারাবাহিক নিয়মানুসারে ২০-২১ সালের পূনার্ঘ কমিটি হলো জাঁকজমকপূর্ণভাবে ।
সর্বসম্মতিক্রমে আবুল খায়ের ফয়সাল কে সভাপতি এবং জোতি বিকাশ কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয় ।
সহসভাপতি সুজিত দেব, সহসভাপতি শফিক মিয়া আফিয়ান,
সহ সম্পাদক রাহাতুল ইসলাম , সহ সম্পাদক অর্জুন চক্রবর্তী ,সাংগঠনিক সম্পাদক ছায়েম আহমেদ, কোষাধক্ষ আব্দুর রহিম লিটন ,দপ্তর সম্পাদক বিপুল দেব ,ক্রীড়া সম্পাদক আবুল কাশেম সমছু, সাংস্কৃতিক সম্পাদক দীপা দেব সীম, প্রচার সম্পাদক সুদীপ্ত কুমার চৌধুরী,
সদস্য ১ দীলিপ পাল, ডা. তাহসিন তাবাসসুম অয়ন , নাজমুন নাহার চৌধুরী লিমা, তমাল পাল , বিজাল পাল, নিপা মল্লিক , আশরাফুল শাওন, প্রেমা দেবনাথ, লাবণ্য মনির ।
জাতীয় তরুন সংঘ কুলাউড়া উপজেলা শাখা দির্ঘ ৪২ বছর যাত্রাকালে বিভিন্ন ক্রীড়াঙ্গন সহ সামাজিক -সাংস্কৃতিক অনুষ্টান ছাড়াও বন্যা দুর্গতদের ত্রান সামগ্রী সহ বিভিন্ন রোগে আক্রান্ত অসহায়দের চিকিৎসা সেবা দিয়ে এসেছিলো এবং এখনও সেই ধারাবাহিকতা বহাল আছে ।
বর্হিবিশ্বের অবস্হানরত কুলাউড়ার সকলেই সোস্যাল মিডিয়ায় অভিনন্দন জানাচ্ছেন , জাতীয় তরুন সংঘের সাবেক সাধারন সম্পাদক সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জামাল উদ্দিন লিটন বলেন জাতীয় তরুন সংঘ হলো প্রগতিশীল তৈরীর কারখানা , এই তরুন সংঘ কিশোরদের শিক্ষা দিয়ে থাকে সামাজিক দ্বায়বদ্ধতা কি , সামাজিক কার্যক্রম কি করে করতে হয় , ভ্রাতৃত্বের বন্ধন ও ঐক্যবদ্ধ থাকাই হলো সবচেয়ে বড় শক্তি



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com