দেশদিগন্ত নিউজ ডেস্কঃ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
বৃহস্পতিবার বিকেলে বারিস্টার সুমন তার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে এ ঘোষণা দেন।
তিনি বলেন, আবরাবের পরিবার চাইলে আমি আদালতে বিনা ফি তে আসামিদের শাস্তি নিশ্চিত করতে আইনি লড়াই করবো।
ব্যারিস্টার সুমন বলেন, এই মামলায় আমি বাদী হওয়ার সুযোগ নেই। তবে আমি আইনজীবী হিসেবে দাঁড়ানোর জন্য যদি কোনোভাবে আবরাবের পরিবার চায় তবে অবশ্যই আইনি লড়াইয়ে পাশে থাকবো।
তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হওয়া লাগবে। তাতে ছাত্রদের যে আশা দ্রুত যে আসামিদের ফাঁসি হওয়া, এতে আমার মনে হয় ছাত্ররা অতি অল্প সময়ের মধ্যে বিচার দেখে যেতে পারবেন। এ সময় তিনি বুয়েট ছাত্রদের ৮ দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com