আপডেট

x


আবনা ফুযালাদের উদ্যোগে আমতলাবাজার গুণীজন সংবর্ধনা ও সীরাত মাহফিল

শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ | ৫:৫৭ অপরাহ্ণ | 7 বার

আবনা ফুযালাদের উদ্যোগে আমতলাবাজার গুণীজন সংবর্ধনা ও সীরাত মাহফিল

জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলূম (আমতলাবাজার) ন’মৌজা টাইটেল মাদরাসা-এর আবনা-ফুযালা পরিষদের গুণীজন সংবর্ধনা ও সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

 



২৭ এপ্রিল, বৃহস্পতিবার, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলূম মাদরাসা মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা ও সীরাত মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুস সালাম ও সাবেক শিক্ষাসচিব মাওলানা আলাউদ্দীন।

উপস্থাপক সাদিকুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া ঝেরঝেরিপাড়া সিলেটের শায়খুল হাদিস মাওলানা মুফতি মুশাহিদ কাসেমী।

 

কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় হামদ, না’তের পাশাপাশি বক্তব্য রাখেন জামেয়ার ফুযালা এবং বিভিন্ন অতিথিবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্যে আবনা-ফুযালা পরিষদের সভাপতি আব্দুস সামাদ আযাদ জানান, এ বছর আমরা ছোট পরিসরে আয়োজন করেছি, তাই অনিচ্ছা সত্ত্বেও অনেক গুণীজন আলেমের নাম বাদ পড়েছে। আগামীতে আমরা সবাইকে রাখার চেষ্টা করবো। কৃতজ্ঞতা জানাই আয়োজনটি বাস্তবায়ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, পরামর্শ ও সার্বিক সহযোগিতা করেছেন, বিশেষ করে আবনা পরিষদের সকল দায়িত্বশীল এবং সদস্যবৃন্দের প্রতি।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com