আপডেট

x


ভ্যাট ও আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই : অর্থমন্ত্রী

বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭ | ৮:২৮ অপরাহ্ণ | 984 বার

ভ্যাট ও আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই  : অর্থমন্ত্রী

 ব্যাংক আমানতের উপর বাড়তি আবগারি শুল্ক ও ভ্যাট ১৫ শতাংশ থেকে কমানো হবে না বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার বিকালে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আবগারি শুল্ক কমানোর সুযোগ নেই। তবুও এ বিষয়ে সংসদে আলোচনা শেষে তা পাশ হবে।” তবে ভ্যাট ১৫ শতাংশ থেকে কোনোভাবেই কমানো হবে না জানিয়ে মুহিত বলেন, “২০১২ সাল থেকে এ বিষয়টি ঝুলে আছে। গত বছর তা বাড়ানোর চেষ্টা করেছিলাম, হয়নি। কিন্তু এবার কোনোভাবেই ভ্যাটের হার কমানো হবে না।” সিলেট মদন মোহন কলেজ সরকারিকরণ উপলক্ষে সরকারের কাছে সম্পত্তি হস্তান্তরের ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ। এছাড়া, অর্থমন্ত্রী বৃহস্পতিবার সিলেটে জেলা পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠান এবং জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।



মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com