আপডেট

x


আপনার পরিবারে একটি ভোট মুক্ত করবে খালেদা জিয়া কে ,জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের নেতৃবৃন্দ

সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ | ৯:০২ অপরাহ্ণ | 879 বার

আপনার পরিবারে একটি ভোট মুক্ত করবে খালেদা জিয়া কে ,জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক :: কুয়েত নগরীতে সকাল থেকে প্রচারনায় নেমেছেন জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগ নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ১০টা থেকে নগরীর বৃহমার্কেট থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে, সকল প্রবাসীদের দেশে অবস্থানরত পরিবার পরিজনকে আগামী ৩০ তারিখ ধানে শীষে ভোট প্রদানে কুয়েতের জনবহুল এলাকা হাসাবিয়া, আব্বাসিয়া, ফাহিল সহ বিভিন্ন স্হানে লিফলেট বিতরণ করে প্রচারনা চালানো হয়েছে। এতে উপস্হিত থেকে লিফলেট বিতরন করেন জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো: শওকত আলী,জাতীয়তাবাদী ফোরামের অন্যতম উপদেষ্টা ও মৌলভীবাজার জেলা যুবদলের অন্যতম সদস্য শেখ নিজামুর রহমান টিপু। , উপদেষ্টা আবুল কালাম আজাদ, সহ সভাপতি ফারুখ আহমেদ, সহ সভাপতি আহমেদ রিপন, মৌলভীবাজার জেলা সেচ্ছা সেবক দলের সহ সভাপতি ও জাতীয়তাবাদী ফোরাম সাধারন সম্পাদক শিহাব বখ্ত , বাংলাদেশের ধানের শীষে প্রার্থীদের জন্য গণসংযোগ করেন। নেতৃবৃন্দ এ সময় পথচারী, দোকান, যানবাহনের যাত্রীদের কাছে ধানের শীষের লিফলেট দিয়ে ভোট চান। গণসংযোগের লিফলেট পেয়ে আনন্দে উল্লাসে ধানের শীষের স্লোগান ধরেন । আইনী বাঁধা বিপত্তি থাকায় সেখানেও তারা ধানের শীষের পক্ষে গণসংযোগ আরো জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক সুমন আনসারী, যুগ্মসম্পাদক মিজানুর রহমান চৌধুরী , জাতীয়তাবাদী ফোরাম সিলেট বিভাগের যুগ্ম সম্পাদক ফরহাদ আহমেদ .দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম বিপ্লব . সহ দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ .প্রমুখ। মায়ের মুক্তির আন্দোলনে থাকার শপথ নিন- ধানের শীষে ভোট দিন। দলের যে সিদান্ত হবে সবাইকে এক যুগে ঐক্যবদ্ব ভাবে বাকশালী জয় বঙ্গঁবন্ধু স্লোগানের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামতে হবে। নির্বাচন কমিশন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচনী আচরণবিধির ব্যাপক লঙ্ঘন রোধে নির্বাচন কমিশনের নিস্ক্রিয় ভূমিকার সমালোচনা করা হয় । গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য , স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র পূনউদ্দারের জন্য এবং আইনের শাসন পূর্ন প্রতিষ্ঠা – ভোটের অধিকার পূর্ন প্রতিষ্ঠা করার জন্য ৩০ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com