আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউপোর্ট যুবলীগ কর্তৃক আলোচনা সভা
- আপডেটের সময় : ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ৪৭৫ টাইম ভিউ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউপোর্ট যুবলীগ কর্তৃক আলোচনা সভা অনুষ্টিত হয়. উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক তুখোড় ছাত্রনেতা নিউপোর্ট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির এবং পরিচালনা করেন নিউপোর্ট যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম . ভাষা আন্দোলনের উপর বিশদ আলোচনা করেন সভার প্রধান অতিথি নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি প্রবাসের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ এবং ভাষা আন্দোলনের উপর বক্তব্যঃ রাখেন নিউপোর্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক তাজপুর কলেজ ছাত্র সংসদের ভিপি আব্দুল হান্নান. দেশ এবং প্রবাসের আওয়ামী রাজনীতির উপর বক্তব্যঃ রাখেন নিউপোর্ট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক সভাপতি নিউপোর্ট যুবলীগ মুহিবুর রহমান. বক্তব্যঃ রাখেন আল হাজ্ মনসুর মিয়া( সহ সভাপতি নিউপোর্ট আওয়ামীলীগ ) নজরুল ইসলাম . বাবলু মিয়া. এম এ রউফ তালুকদার ( সভাপতি বঙ্গবন্ধু সংস্কৃতি ফুরাম নিউপোর্ট . ফয়সাল রাহমান কাজী জাহাঙ্গীর . সাজ্জাদ মিয়া .আনহার মিয়া. সুহেব আহমেদ . জায়েদ আহমেদ.মৌলানা শাহীন আহমেদ . শাহাজান তালুকদার শাওন .আব্দুল মুহিত চৌধুরী .আব্দুল মুহিত .মুদাব্বির হুসেন( কণা ) প্রমুখ