আজ ম্যাশের জন্মদিন

- আপডেটের সময় : ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ৫৮০ টাইম ভিউ
আজ ৫ অক্টোবর বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার জন্মদিন। আজ ম্যাশ ৩৬ বছরে পেরিয়ে ৩৭ এ পা দিলেন।
১৯৮৩ সালে তিনি জন্মগ্রহন করেন। ছোট বেলা থেকে বেশ দুষ্ট এবং দুরন্ত স্বভাবের ছিলেন তিনি।
ছোটবেলা থেকেই খেলাধুলা করতে আগ্রহী ছিল তাঁর। বিকেল হলেই ফুটবলে আর সন্ধ্যায় ব্যাডমিন্টনের নেশা ছিলো ম্যাশের। ধীরে ধীরে ক্রিকেটের প্রতি প্রেম বেড়েছে তার। প্রথমে ব্যাটিংয়ে আগ্রহ বেশি থাকলেও কিশোর ম্যাশের বোলিংয়ে গতি ছিলো চমৎকার। এলাকায় বোলিংয়ের গতির জন্য পাড়া মহল্লায় দারুণ আলোচিত ছিলেন তিনি।
বয়স ভিত্তি ক্রিকেটের বাঁধা টপকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিষেক ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপরই আন্তর্জাতিক ক্রিকেটে সবার প্রিয় মাশরাফী বিন মোর্ত্তজা।
এরপর কঠিন পথ, সংগ্রাম, ইনজুরির অভিশাপ দল থেকে বাদ পড়া কতো কিছু কিন্তু এতো সব প্রতিবন্ধকতার পরও ভেঙ্গে পরেননি তিনি।
প্রায় ২০ বছর দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। মাঠের ক্রিকেটের মতো রাজনীতিতেও সফল তিনি। বর্তমানে নড়াইল -০২ আসনের সংসদ সদস্য হিসেবে সবার আস্থার জায়গা হয়ে উঠেছেন।#