আজ থেকে কোচিং সেন্টার বন্ধ
- আপডেটের সময় : ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
- / ৮৩৩ টাইম ভিউ
দেশদিগন্ত নিউজ ডেক্সঃ এসএসসি ও সমমান পরীক্ষার কারণে আজ (২৭ জানুয়ারি) থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ২০ জানুয়ারি সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
গতবছরও প্রায় সব ধরনের পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের মধ্যে এসএসসির তিন দিন আগ থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।
এ বছর চার হাজার ৯৬৪টি কেন্দ্রে ২৫ লাখ ৭৩ হাজার ৮৫১ জন শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে।
শিক্ষামন্ত্রী বলেছেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে নির্ধারিত আসনে বসতে হবে।
উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২১ লাখ ৩৭ হাজার ৩০৭ জন। দাখিলে মোট পরীক্ষার্থী ৩ লাখ ১০ হাজার ১৭২ জন এবং কারিগরিতে মোট পরীক্ষার্থী ১ লাখ ২৬ হাজার ৩৭১ জন।