আপডেট

x


আজ ঢাকা ছাড়ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শনিবার, ১৫ জুলাই ২০১৭ | ১:৩৯ অপরাহ্ণ | 1096 বার

আজ ঢাকা ছাড়ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ বাংলাদেশ ছাড়ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।শনিবার সকালে ঢাকায় স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই ও বিডার যৌথ উদ্যোগে বিজনেস সংলাপে যোগদেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। গেলো বৃহস্পতিবার ১৩ জুলাই বেলা সাড়ে এগারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি  মো. আবদুল হামিদ তাকে বিমানবন্দরে  সংবর্ধনা জানান। বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিকেলে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন ও  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।তিন দিনের সফরে প্রেসিডেন্ট সিরিসেনা শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় দুই দেশের মধ্যে ১টি চুক্তি ও ১৩টি সমঝোতা সই হয়।সই হওয়া চুক্তিটি হলো কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন চলাচলের সুযোগ। এছাড়া সই হওয়া সমঝোতাগুলো হচ্ছে- উপকূলীয় জাহাজ চলাচল, অর্থনৈতিক ও কৃষি খাতে সহযোগিতা, উচ্চ শিক্ষা, বিনিয়োগ কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে, পররাষ্ট্র সেবা বিষয়ক ইন্সটিটিউট, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান ‘বিস’ ও শ্রীলঙ্কার এলকেআইআইআরএসএস’র মধ্যে এবং রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র, দুদেশের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, সংবাদ সংস্থা এবং চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন ইন্সটিটিউট ও শ্রীলঙ্কা টেক্সটাইল ও অ্যাপারেল ইন্সটিটিউটের মধ্যে সহযোগিতা বাড়াতে।এরপর শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করেন প্রেসিডেন্ট সিরিসেনা। সেখানে তার সম্মানে দেয়া নৈশভোজেও অংশ নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেখানে উপস্থিত ছিলেন।



মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com