অামেরিকা প্রবাসী সাংবাদিক জুয়েল শাদাতের উদ্যেগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণঃ

- আপডেটের সময় : ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ৭৭০ টাইম ভিউ
মহামারী করোনা ভাইরাসের কঠিন থাবায় সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের মানুষ ও অসহায় হয়ে পড়েছেন।
বিশেষ করে দিনমজুররা কাজ হারিয়ে সন্তান সন্ততি নিয়ে দিশেহারা হয়ে উপোস দিন কাটাচ্ছেন। কুলি, মজুর, মুঠে,কারিগর এরা কেউ কেউ নিরন্ন, তাদের মিছিল দিনে দিনে বাড়তে শুরু করেছে। এমনি সময় দানশীল বড়ো মনের অনেকের মতো অামেরিকা প্রবাসী সাংবাদিক, কলামিস্ট এবং ওয়ান পাউন্ড হসপিটালের ট্রাষ্টি জুয়েল শাদাত দরিদ্র অসহায় নারী পুরুষদের পাশে দাঁড়ালেন। অাজ বিকেলে ও রাতে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই, ভাটগাও, টেকিগাও ও দেওগাঁওএর হতদরিদ্র মানুষদের মাঝে তেল,ডাল,অালু,চাল,ও সাবান পৌঁছে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব কুলাউড়ার সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, প্রবাসী রিজন অাহমেদ। অামেরিকা থেকে সাংবাদিক ও কলামিস্ট জুয়েল শাদাত জানান সিলেট সহ বিভিন্ন এলাকায় একান্ত নিভৃতে গৃহবন্দী জীবন যাপন করে সাধ্য মতো অসহায়, কর্মহারা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি।