বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ৪৬ ওভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯১ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড । অসিদের জয়ের লক্ষ্য তাই ২৯২ । অধিনায়ক কেন উইলিয়ামসনের সেঞ্চুরি ও লুক রঞ্চির হাফ সেঞ্চুরি করেছেন।
তাদের এই ইনিংসের উপর ভর করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহের দিকে ছুটছিল নিউজিল্যান্ড। কিন্তু ইনিংসের শেষদিকে অসি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটিং ব্যর্থতায় এক ওভার বাকী থাকতেই সব উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা।
৩৯.১ ওভারে থেকে ৪৪.৪ ওভারে মাত্র পাঁচ ওভারে শেষ ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের পক্ষে কেন উইলিয়ামসন (১০০), লুক রঞ্চি (৬৫), রস টেইলর (৪৬) রান করেছেন। অসিদের হয়ে হ্যাজেলউড ৬, হেস্টিংস ২ ও কামিন্স ১ টি করে উইকেট লাভ করেছেন।
নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, লুক রঞ্চি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নিল ব্রুম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, মিলনে, টিম সাউদি, ট্রেন্ট বোল্ড।
অস্ট্রেলিয়া দল:অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), গ্লেন ম্যক্সওয়েল, হেড, ম্যথু ওয়েড, জন হেস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড।
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com