মহামারী করোনাভাইরাসের প্রাদুভাবের কারণে কর্মহীন হয়ে পড়েছি তার মধ্যে মরার উপর খরার ঘা” হয়ে দাড়িয়েছে বন্যা ।
এই বৈরী আবহাওয়ার মধ্যে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার(২৩ জুলাই) ।
এই শিশুদের দিনমজুর বাবা কে হারায় একটা এক্সিডেন্টে আর মা অসুস্থতা জনিত কারণে মারা যান অনেক আগেই। দুনিয়াতে তাদের শেষ অবলম্বন একমাত্র নানী। আর সেই নানী-র কাছে তাদের আবদার “আগামী ঈদে একটা নতুন জামা চাই”। সহায় সম্বলহীন নানী জানে তাদেরকে নতুন জামা দেবার কোনো সামর্থ-ই তার নাই, তারপরও একটি মিথ্যা আশ্বাস ” আচ্ছা দিমুনে”।
যেখানে এই এতিম শিশুদের দু’বেলা আহার দেওয়া প্রায় অসম্ভব, সেখানে ঈদের জামা!সেটাতো স্বপ্ন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক, সৌদি বিএনপির সভাপতি আলহাজ্ব আহমেদ আলী মুকিব ভাইয়ের নির্দেশনায় আগামী পবিত্র ঈদে অন্যান্য সচ্ছল বাচ্চা’র ন্যায় এই এতিম বাচ্চাদের মুখে একটু হাসি ফুটানোর প্রয়াস নিয়ে এগিয়ে এসেছেন সাবেক তিন ছাত্রনেতা মিজানুর রহমান চৌঃ রুমন, আনোয়ার হোসেন এবং সালাহউদ্দিন ফয়সল।
তাদের এই কার্যক্রম ঈদের আগের দিন পর্যন্ত যথাসম্ভব অব্যাহত থাকবে বলে জানিয়েছন ।
ওনাদের মতে এ ভাবে সকলে ঈদে আনন্দ হতদরিদ্র পরিবারের উপহার সামগ্রী ঐ পরিবার গুলো মন থেকে ঈদের এক সাথে উপভোগ করবে।
প্রতি ঈদের ন্যায় আগামী পবিত্র ঈদ-উল-আযহায় অসহায় এতিম সুবিধাবঞ্চিত শিশুদের মুখে একটু হাসি’র প্রয়াস নিয়ে এগিয়ে এসেছেন ছাত্রদলের সাবেক তিন নেতা আহবান জানান- আসুন আমাদের একদিনের পকেট খরচ দিয়ে একটা অসহায় এতিম বাচ্চা’র পাশে দাড়াই
deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত
design and development by : http://webnewsdesign.com