আপডেট

x


অবহেলায় ছেয়ে গেছে ইরফান খানের কবর

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০ | ৬:৪৫ অপরাহ্ণ | 646 বার

অবহেলায় ছেয়ে গেছে ইরফান খানের কবর

তালিকায় ইরফান খানের নাম দিয়েই ২০২০ সালে বলিউডের মৃত্যুর পথযাত্রা শুরু হয়। সেরা এই অভিনেতা মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। ইরফান খানের মৃত্যুতে পুরো বলিউড থমকে যায়। মাত্র ৫৪ বছর বয়সেই তিনি মারা যান। তার মৃত্যুর চার মাস পেরিয়ে গেলেও অনেকেই তার মৃত্যু শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি।

ভারসোভার মুসলিম কবরস্থানে সমাধিস্থ করা হয়েছিল ইরফান খানকে। আজ সেই সমাধির চারপাশে অযত্নের চিহ্ন দেখা যাচ্ছে। বিনা রক্ষণাবেক্ষণে যেখানে-সেখানে গজিয়ে উঠেছে আগাছা। কিছু পাথর দিয়ে ঘেরা রয়েছে। সেই অবস্থাতেই পড়ে রয়েছে বিশ্বখ্যাত অভিনেতার সমাধি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা চন্দন রায় সান্যালের শেয়ার করা ছবি দেখে চোখের কোণ ভিজছে অনুরাগীদের। ছবি দেখার পর প্রশ্ন উঠছে, চার মাসেই কি এতটা পেছনের পাতায় চলে গেলো ইরফান খানের স্মৃতি?

ইরফান খানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অভিনেতা চন্দন রায় সান্যাল। সেখানে গিয়ে তিনি দেখেন অযত্ন আর অবহেলায় পরে আছে প্রিয় অভিনেতার কবর। তাই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কাল থেকেই ইরফানকে মিস করছিলাম। নিজেকে ধিক্কার জানাচ্ছিলাম চার মাস ধরে ওর সমাধিতে না যাওয়ার জন্য। এইখানেই একা একা বিশ্রাম নিচ্ছে গাছগাছালির মাঝখানে। আমি কিছু রজনীগন্ধা রেখে গেলাম। আর ওর সাম্রাজ্যের কিছু অংশ নিজের জন্য নিলাম। কতগুলো দিন কেটে গেল ইরফান খান!’



২০১৮ সালে নিউরোএনডোক্রাইন টিউমার (এক ধরনের কোলন ক্যান্সার) ধরা পড়ে ইরফান খানের। তখন থেকেই নিয়মিত এ রোগের জন্য চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৮ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানে আর একটি দিনও বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি তাকে। ২৯ এপ্রিল পুরো দেশবাসীকে কাঁদিয়ে মৃত্যুলোকে পাড়ি দেন ইরফান।#

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com