অনলাইনে ঔষধ বা লতাপাতার নির্যাস কিনে খাবেন না:
- আপডেটের সময় : ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ৩৫৯ টাইম ভিউ
অনলাইনে ঔষধ বা লতাপাতার নির্যাস কিনে খাবেন না:
এক্যুট সাইকোসিস (হঠাৎ করে উল্টোপাল্টা আচরণ করা, ভাংচুর করা, একা একা কথা বলা, ঘুম কমে যাওয়া) এর ক্ষেত্রে ইদানীং আমি ড্রাগ ইনটক্সিকেশনের হিস্ট্রি ও নেই।
কারন ইদানীং অনলাইনে চর্ম সুন্দর হওয়া, মোটা তাজা হওয়া, দেহের নানান জিনিসপত্র মোটা তাজা করা ইত্যাদির কথা বলে অনেক সময় দৈহিক ও মানসিক স্বাস্থ্যের জন্যে ক্ষতিকারক বিষাক্ত লতা পাতার রস বিক্রি হয়। এগুলো খেয়ে অনেক সময় তরুণ তরুণীদের মধ্যে এক্যুট সাইকোসিস বা হঠাৎ মানসিক বৈকল্য বা বিভ্রম দেখা দেয়।
সাবধান অনলাইন থেকে কোন কিছু কিনে খাবেন না বা ব্যবহার করবেন না।
এ সম্পর্কে একটি রোগীর ভিডিও প্রাইভেসী রুক্ষা করে (ফেইস হাইড করে এবং রোগীর অনুমতি সাপেক্ষে) অনেক শুভাকাঙ্ক্ষীদের দেওয়া হয়েছে।
জনস্বার্থে ভিডিও টি আপনজনকে দিবেন। সাবধান করবেন।
ডা. সাঈদ এনাম
এমবিবিএস (ডিএমসি) এমফিল (সাইকিয়াট্রি)
সহকারী অধ্যাপক, সিলেট মেডিকেল কলেজ।
( ব্রেইন স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ)
ইন্টারন্যাশনাল ফেলো, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন